Share with your friends

মিথিন এর সংকেত ।

Talk Doctor Online in Bissoy App
Rasel Ahmed

Call
মিথাইল এর সংকেত
Talk Doctor Online in Bissoy App

Alkine এর সাধারণ সংকেত Cn H2n . সে হিসেবে এটা 'মিথিন'।

Talk Doctor Online in Bissoy App
Call
 CH
2 হলো মিথিলিন মূলকের সংকেত। মিথেনের অণু থেকে দুইটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে এই মূলক পাওয়া যায়। উল্লেখ্য অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n ।সেই হিসেবে CH2 মিথিন হওয়ার কথা।কিন্তু অ্যালকিন গোত্র শুরু হয় ইথিন দিয়ে।তাই এটি মিথিন হবে না। আবার মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে মিথাইল মূলক পাওয়া যায়। মিথিলিন মূলক মূলত একটি গোত্রের হাইড্রোকার্বনকে পরবর্তী ধাপে উন্নিত করে।যেমন: ১.CH4(মিথেন)+CH2(মূলক)=C2H6(ইথেন) ২.C2H4(ইথিন)+CH2(মূলক)=C3H6(প্রোপিন) .......ইত্যাদি। (আশাকরি উত্তরদাতারা বুঝেছেন)
Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

এটি কোন সংকেতই নয়। কার্বন হাইড্রোজেন এর সাথে ২ যোজনীতে যুক্ত হয়না।  আপনি হয়ত কোন গাঠনিক সংকেতের অর্ধেক লিখেছেন। যেমন ইথিলিন c2h4 কে (ch2)2 এভাবে লেখা যেতে পারে। আবার কার্বন শিকলের ভেতর h-c-h এভাবে বিরাজ করে।

Talk Doctor Online in Bissoy App