Call

H2O তে H এর জারন মান ধনাত্মক এবং O এর জারন মান ঋণাত্মক।

আবার NH3 তে N এর জারন মান ধনাত্মক এবং H এর জারন মান ঋণাত্মক।

স্বাভাবিক ভাবে সব বিক্রিয়ায় দেখবেন, যেটির জারন মান ধনাত্মক সেটি আগে এবং যেটির জারন মান ঋণাত্মক সেটি পরে বসে।

তাই H2O তে H আগে এবং NH3 তে H পরে বসে।

যখন পর্যায় সারণি সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন তখন বুঝবেন কোন মৌলের যোজনী কত, জারন মান ধনাত্মক নাকি ঋণাত্মক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পানি পোলার যৌগ আর মিথেন , অ্যামোনিয়া সমযোজী যৌগ। সম্ভবত, একারণে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সংকেত লেখার নিয়মানুসারে,  কোন যৌগের সংকেত লেখার ক্ষেত্রে যৌগের ধনাত্মক অংশ আগে ও ঋণাত্মক অংশ পরে লিখতে হয়।  H2O অণুতে  হাইড্রোজেন আংশিক ধনাত্মক ও অক্সিজেন আংশিক ঋণাত্মক আয়নের আচরণ করে। এজন্য H আগে লেখা হয়েছে। +H---O(2-)------H+  আবার NH3 তে নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে ৩টি হাইড্রোজেন নাইট্রোজেন এর সাথে সমযোজী বন্ধন গঠন করে। এখানে নাইট্রোজেন আংশিক ধনাত্মক ও হাইড্রোজেন আংশিক ঋণাত্মক অংশ হওয়ায় আগে N লেখা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ