শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এর ঘরোয়া কোন ট্রিটমেন্ট নেই।।সার্জারি করতে হবে। অথবা কোন ডার্মাটোলজিষ্ট এর পরামর্শ নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করুন:

 ♤♤একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন।এতে গর্তের দাগ হালকা হবে। 

♤♤অ্যালোভেরা জেল ও মধু একসাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।

♤♤ মাঝারি আকারের টাটকা টমেটো নিন। একে সমান দুইভাগে ভাগ করুন। এবার মুখে ম্যাসাজ করুন। 

♤♤অল্প পরিমাণে অলিভ ওয়েল নিয়ে মুখে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমুতে যাওয়ার আগে ব্যবহার করুন ।
♤♤মধু নিয়মিত ব্যবহারে সারিয়ে তোলে ব্রণের
গর্তের দাগ।
♤♤পাতলা কাপড় বা তুলোতে একটা বরফের টু্করো নিয়ে গর্তের জায়গায় ১৫-২০ মিনিট ঘষে লাগান।এতে গর্ত মিলিয়ে যাবে।

তাছাড়া এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন,,,
ব্রণের গর্ত সারাতে আপনার ফেস প্যাকে মেশান
বেসন, টকদই ও শশার রস।তারপর মুখে ম্যাসাজ করুন।

আশা করি কাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ