শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট যখন কোন ওহি আসত তখন একদল সাহাবি ওহিগুলো বিভিন্ন জিনিসের উপর লিখে রাখতেন, এদেরকে কাতিবে ওহি বলা হত। তথ্যানুসন্ধানে পাওয়া যায়, প্রায় ৪২ জন সাহাবি ওহি লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট হজরত জিব্রিল আলাইহিস সালাম কুরআনের যে অংশ যখন নিয়ে আসতেন, তা কোন সুরার কোন স্থানে সংযোগ করতে হবে তা তিনি বলে দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন ওহি লিখক সাহাবিদের ডেকে অবতীর্ণ অংশকে সংশ্লিষ্ট সূরার নির্ধারিত স্থানে সংযোগ করার নির্দেশ দিতেন।কাতিবে ওহিদের অন্যতম হলেন- হজরত যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এ ছাড়া হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবন কা`ব, হজরত যুবাইর ইবনুল আওয়াম, হজরত মু`আবিয়া, হজরত আব্বাস ইবনু সা`ঈদ, হজরত আব্দুল্লাহ ইবন রাওয়াহা, হজরত ইবন মাসউদ, হজরত খালিদ ইবনুল ওয়ালিদ, হজরত মুগীরা ইবন শু`বা ও হজর তহানযালা রাদিয়াল্লাহু আনহু[এর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ