নেট চালাই 3 ঘন্টায় চারজ শেষ হচ্ছে!!!! গরম হয়ে যায়! !!!! 
Share with your friends
junayedEvan

Call

এটির কোন সমাধান নেই। আপনার প্রসেসর কম হওয়ার কারনে ফোন গরম হয় আর নেট চালিয়ে ৩ ঘন্টা চার্য থাকলে খুবই ভাল চার্য থাকে এটি নিয়ে চিন্তার কিছু নেই

Talk Doctor Online in Bissoy App
Habib hasan

Call

৩ ঘন্টা হলে তো যথেষ্ট  সময় যায় চার্জে। আমার তো এক ঘন্টাতেই শেষ হয়ে   যায়। আর আপনার প্রসেসর এর   গতি কম। তাই সেট গরম হয়।    

Talk Doctor Online in Bissoy App
Rana Islam

Call

সিম্ফোনি সাধারণত 1.3 গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর গুলি ইউজ করে এবং এই ফোনটিতে তার ব্যতিক্রম হয়নি যে কারণে আপনার ফোনটি গরম হওয়ার সম্ভাবনা বেশি এবং এটাই স্বাভাবিক আর ব্যাটারির পাওয়ার যতটুকু সেটা ততটুকই ব্যাকআপ দিবে কিছুটা বেশি পাওয়ার পাওয়ার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা গুলো অফ করতে পারেন এর জন্য গ্রিনিফাই নামে একটি এ পাওয়া যায় এটা ব্যাকগ্রাউন্ড এর অ্যাপ গুলো কি অফ করে যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ

Talk Doctor Online in Bissoy App