না । বৃষ্টির পানির পিএইচ মান 4 বা তার কম হলে সেটি এসিটিক পদার্থ ।

Talk Doctor Online in Bissoy App
Call

অবশ্যই আছে।আমাদের বায়ুমন্ডলে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস বিদ্যমান,যেমন:SO3,CO2,NO2 ইত্যাদি।এগুলো বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয় এবং উপরে উঠে যায়।পরবর্তীতে বৃষ্টির পানির সাথে এই গ্যাসগুলো বিক্রিয়া করে যথাক্রমে H2SO4,H2CO3,HNO3 এসিড উৎপন্ন করে যা বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে মাটিতে নেমে আসে।এ কারণেই বৃষ্টির পানির পি এইচ এর মান ৫ থেকে ৬ এর মধ্যে ধরা হয়।

Talk Doctor Online in Bissoy App