শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষের নাক ও কানের পিনা তরুণাস্থি দিয়ে তৈরি।মানবদেহের কঙ্কালতন্ত্র অস্থি ও তরুণাস্থি এই দুই ভাগে বিভক্ত।অস্থিগূলো শক্ত এবং দৃঢ় হয়।আর তরুণাস্থি অপেক্ষাকৃত নরম এবং স্থিথিস্থাপক।এটি যোজক কলার ভিন্নরুপ।এটি বিভিন্ন অস্থির সংযোগস্থলে কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে।এক্ষেত্রে নাক ও কানের পিনা মূলত এই তরুণাস্থি দিয়ে গঠিত। তথ্যসূত্র:জীববিজ্ঞান(নবম-দশম শ্রেণী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ