সারভাইভাল আইটেম লিষ্ট?


Share with your friends
Niloy_Das

Call

যেকোন সারভাইভালের জন্য সবথেকে বেশি প্রয়োজন মানসিক শক্তি ও আত্মবিশ্বাস এর পরে আসে সারভাইভাল কিট ও শারীরীক দক্ষতা। রেইন ফরেস্টে এডভেঞ্চারে যেতে হলে এই জিনিসগুলো নিয়ে গেলে উপকারে আসতে পারে  ১। রেইনকোট, পকেট ছাতা,ছোট রেকসিনের কাপড় (দুই তিন হাত), দুটি তোয়ালে, টর্চলাইট ও পানি প্রতিরোধী ব্যাগ। ২। চাকু ( ছোট চাকু না নিয়ে মাঝারি চাকু নিতে হবে যেন অন্তত ছোট গাছ কাঁটা যায়) ৩। ম্যাচের বদলে ভালো মানের পানিপ্রতিরোধী একটি লাইটার যেমন বি আই সি লাইটার।  ৪। বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ যেগুলো প্রয়োজনমতো ব্যবহার করা যাবে।  ৫। ভালো মানের দুটি পানিরোধী হেডল্যাম্প। ৬। একজোড়া অতিরিক্ত প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল। ৭। ১০-১২ হাত নাইলনের দড়ি। ৮। ওয়াটারপ্রুফ ঘড়ি কম্পাস সহ। ৯। দুটি পানির বোতল। ১০। ৫ প্যাকেট স্যালাইনের প্যাকেট। ১১। পছন্দমতো মিল রেডি টু ইট (MRE) নিতে পারেন। কাপ নুডুলস, পাইকেক, বাটারবন,চকোলেট বার, কফির প্যাকেট, হরলিক্স ১০ টাকার প্যাকেট, গ্লুকোজ পাউডারের প্যাকেট, কাচা ছোলা, বিন্স,খোসা ছাড়ানো বাদাম ইত্যাদি একটু বেশি পরিমানে নিবেন। ১২। পানি গরম করতে পারবেন এমন এলুমিনিয়ামের মগ। ১৩। পোকামাকড়ের থেকে বাঁচতে প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি নিতে পারেন। ১৪। ছোট সাবান। ১৫।  শুষ্ক থাকার জন্য আর্দ্র‍্য পরিবেশে সবথেকে বেশি দরকার তাপ, তাই আগুন ধরানোর জন্য কিছু শুষ্ক কাঠের খড়, গুড়া ছোট ও ব্যাক আপ লাইটার ও ম্যাচ বায়ুরোধী প্লাস্টিকের ব্যাগে রেখে দিবেন যাতে ভিজে না যায়। ১৬। তাবু নিয়ে যেতে না পারলে ব্যাগে একটি বড় প্লাস্টিকের কাপড় ( রিকশাওয়ালারা যেটি ব্যবহার করে) নিয়ে যাবেন। ব্যাগে ভাজ করে রাখলে বেশি জায়গা নেবেনা।আশ্রয়ের সময় উপকারে লাগবে। ১৭। সাথে চাকু তো রাখবেনই তারপরেও চেষ্টা করবেন সাথে এন্টিকাটার, ব্লেড,  আগুন জ্বালানোর কিছু যন্ত্র বা চকমকি রাখতে।  ১৮। প্যারাসিট্যামল, তুলা, ডেটল, টেপ, ব্যান্ডেজ ও প্রয়োজনীয় ঔষধ রাখবেন সাথে। ১৯।  মশার থেকে দূরে থাকতে মস্কিটো রিপেলেন্ট। ২০। একটি নাইলনের সুতার বান্ডেল। ২১। এক সেট ব্যাক আপ পরনের কাপড়। এছাড়াও প্রয়োজন মাফিক কিছু জিনিস রাখতে পারেন, তবে মনে রাখবেন বাতাসে হিউমিডিটি বেশি থাকবে তাই সহজেই হাপিয়ে উঠবেন। তাই ব্যাগ যথাসম্ভব হাল্কা রাখার চেষ্টাই করবেন।

Talk Doctor Online in Bissoy App