ধরেন,আমি আমার ১টা জিমেইল একাউন্ট দিয়ে বিস্ময় একাউন্ট খুলেছি,ইউটিউব চ্যানেল খুলেছি,অন্যান্ন সাইটে বা অ্যাপে সিং আপ করেছি।একাউন্ট খুলেছি।এখন যদি ঐ জিমেইল একাউন্ট ডিলিট করে দেই,তাহলে কি এগুলো সব ডিলিট হয়ে যাবে?জিমেইল একাউন্ট ডিলিট করার পর কি এ জিমেইল দিয়ে যে চ্যানেল খোলা সেই চ্যানেল কি সাচ দিলে আসবে?পিলিজ বলবেন।সবার মতামত চাই?
Share with your friends
জিমেইল একাউন্ট ডিলিট করার সময় আপনার কাছে ২টি অপশন থাকবে।
  1. শুধু Gmail একাউন্ট বন্ধ করা।
  2. Gmail একাউন্ট সম্পর্কিত সমস্ত কিছু বন্ধ করা।
এক্ষেত্রে যদি শুধুমাত্র একাউন্টটি বন্ধ করেন তাহলে আপনি ইমেইল এর সুবিধা ভোগ করতে পারবেন না। তবে অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট, এপস বা সোশ্যাল মিডিয়ায় লগিন এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

আর যদি সমস্ত কিছু বন্ধ করে ডিলিট করেন তাহলে থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া গুগলের একাউন্ট সম্পর্কিত কোনো সুবিধা আপনি ভোগ করতে পারবেন না।
Talk Doctor Online in Bissoy App