আপনার জাভা ফোনে সর্বোচ্চ কত কেবির অ্যাপ সাপোর্ট করে?ফোনটির মডেল ও দামটা উল্লেখ করবেন।একদম সঠিকটাই জানাবেন।না জেনে উত্তর দিবেন না।
Share with your friends
Call

আমার ব্যবহৃত আইটেল ৫৬২২ এ সর্বোচ্চ ১০২২ কেভি অডিও কোরআন এবং ৭১২ কেভির গ্যাংস্টার মিয়ামীভিন্ডিক্যাশন সাপোর্ট করে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার Itel 5231 ,, মূল্য 1200 টাকা,, 1 MB এর নিচে যে কোনো ধরণের Jar File সাপোর্ট করে।

Talk Doctor Online in Bissoy App

আমার ব্যবহৃত আইটেল ৫২৩২ এ সর্বোচ্চ কত কেবির গেমস অথবা অ্যাপস সাপোর্ট করে তা জানিনা।কারণ আইটেল মোবাইলে হিপ সাইজ উল্লেখ থাকে না।তবে এটাতে আমি ৭৫০ কেবির ফাইনাল ফ্যান্টাসি ২ গেমসটি সম্পূর্ণ লেভেল সম্পন্ন করেছি।এছাড়া ৮০০ কেবির উপরে কয়েকটি মোডিফাইড অ্যাপ ও ব্রাউজার ব্যবহার করেছি। দাম : ১৪০০ টাকা।

Talk Doctor Online in Bissoy App
Call

'Itel it5231' ফোনটা তুলনামূলক ভালো। দাম 1050 টাকা। জাভা চালানোর জন্য মোটামুটি ভালো। আমিও এই ফোন চালাচ্ছি।

Talk Doctor Online in Bissoy App

আমার ব্যবহৃত Nokia 216 এ জাভার সকল ফরম্যাট সাপোর্ট করে যেমন .jar .jad .sis এবং সাইজের এর বিষয়টি হলো অনেকসময় 2MB app ও সাপোর্ট করে । আমার এই ফোনটিতে জাভা.jar/.jad এবং সেমবিয়ান.sis উভয়ই সাপোর্ট করে । সবচেয়ে মজার বেপার হলো এতে থাকা operamini এর সাহায্যে youtube ভিডিও প্লে করে দেখা যায় । বর্তমানে এখন বাজারে উক্ত ফোনটির সর্বোচ্চ মূল্য ৩২৫০ টাকা । ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
Call

আমার Symphony D54i ফোন আমি বর্তমান 350KB app ব্যাবহার করছি। এর থেকে বেশি KB এর app সার্পোর্ট করবে কিনা সেটা আমার জানা নেই। ফোনটির দাম 1370 টাকা। তবে ফোনটির জাভা vertion একেবারে দূর্বল

Talk Doctor Online in Bissoy App