Shisir

Call

ফেসবুক পেজে এডমিন, মডারেটর যোগ করতে মেইন ফেসবুক অ্যাপে যেতে হয় । যেটা জাভা ফোনে সম্ভব নয় । আপনি স্মার্টফোনে ফেসবুক লাইট ব্যবহার করে এটি করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App

Opera*Facebook*Settings*Deactive Account*অনেক গুলো অপশনের মধ্যে আপনার পেজ আসবে*Edit Admin*তারপর ইচ্ছেমতো এডমিন বা মডারেটর বানাতে পারেন। তবে লাইট ফেসবুকও খুব ভালো। তথ্যসূত্রঃ ফেসবুক (বাস্তব অভিজ্ঞতা)

Talk Doctor Online in Bissoy App
লিঙ্ক তৈরি করার আগে আপনাকে কিছু কাজ সম্পুর্ন করতে হবেঃ

১। আপনার পেজে প্রবেশ করুন।

২। প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

৩। URL বা লিঙ্ক থেকে profile_id=178792256211085 id এর পরে যে কোড দেখতে পারবেন অর্থাৎ লাল কালারের মতো কোড টুকু কপি করে রেখে দিন। এটা আপনার পেজ আইডি।

এর পর https://m.facebook.com/pages/edit/admins/এখানে-পেজ-আইডিদিয়ে ব্রাউজ করুন।

লিঙ্ক নিচের বক্স থেকে কপি করে শুধু পেজ আইডির জায়গায় পেজের প্রোফাইল ছবি থেকে কপি করা আইডি বসিয়ে দিয়ে ব্রাউজ করুন।

লিঙ্কে যাওয়ার পর এডমিন মডারেটর যোগ করার অপশন পাবেন।

Talk Doctor Online in Bissoy App