একটি মেয়ে আমাকে bf বানাতে চাই, হঠাৎ করে মেসেঞ্জার পরিচয়,  মেয়েটি বলছে, কেমন আছেন। আমি,বলছি ভালো। মেয়েটি আবার বলছে কিরেন। তখন আমি বলছি,কে আপনি চিন্তে পারছিনা। মেয়েটি,বললো আমি রিয়া, (অর্থাৎ  মেয়েটির নাম) তারপর আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং  সে তার  পরিচয় দিয়ে ছে। মেয়ে, ভাইয়া একটা কথা বলি, আমি,জ্বি বলতে পারেন। মেয়ে, কিছু মনে করবেন না তো। আমি,তা আগে কি করে বলবো , ওকে বলেন। মেয়ে, আপনার  কি Jf আছে। আমি, বলছি নাই। মেয়ে, কিছু মনে না করলে আমি হতে চাই। আমি, মেয়েটি কে অনেক বুঝিয়ে ছি, কিন্তু সে বলে আমি আগেই বলেছি আপনাকে আমার bf বানাতে আমার আর কিছু বলার নেই, এখন আমি কি করবো? আমার কি করা উচিত?
Share with your friends
Call

একদিনের চ্যাটে আবেগী হবেন না। উক্ত আইডি সম্পর্কে আগে ভালো করে খোজ নিন। ফেক আইডি হওয়ার সম্ভবনা প্রবল। হুট করে একটি মেয়ে কাউকে বয়ফ্রেন্ড বানাতে চায়, এটা অবিশ্বাস্য। হতে পারে আইডিটি আপনার কোনো বন্ধু বান্ধবের। আর যদি রিয়েল হয়, তাহলে হয়তো মেয়েটি আপনাকে সত্যি পছন্দ করে। আপনাকে অনেক আগ থেকেই ফলো করে। তবে ভালোভাবে চ্যাট করে তারসম্পর্কে বিস্তারিত জানুন, অডিও বা ভিডিও কলে কথা বলেও দেখতে পারেন। তারপর বাকিটা আপনার উপর নির্ভর করবে। রিলেশন করবেন কি না।

Talk Doctor Online in Bissoy App