আমার মায়ের ডাক্টার রংপুরের সরকারি হাসপাতালের সহকারি অধ্যাপক মাহফুজার রহমান,যিনি কসির উদ্দিনে বসেন,আমার হাতে কয়েকমাস যাবৎ কিছু ফুসকুড়ি উঠেছে,যা আমার ত্বকের সমস্যা,আমার মনে হচ্ছে আমার ডেন্ঙ্গু হইছে,নাও হতে পারে, আম্মু বলছে এর্লাজি,শুধু মাত্র হাতে আর কোথাও না,আমি বাসায় হাত কাটা গেন্জি পরে থাকি,আমার ধারণা যে স্থান ফাকা থাকে সেখানেই মশা কামড়িয়ে এটা হচ্ছে,সারা গা ঠিক শুধু হাতে হইছে,এগুলো হয়ে হাতে ব্রণের মত জেদি দাগ হচ্ছে, এর জন্য আমার কি মেডিসিন বিশেষজ্ঞ কাছে যাবো?না অন্য কোন বিশেষজ্ঞ?আর রংপুর কসির উদ্দিনে বসে এমন কারো খোজ দিতে পারলে বলেন?ভালো নামি কেউ,ভিজিট কত হতে পারে ধারণা?
শেয়ার করুন বন্ধুর সাথে
FazlyRabby

Call

চর্ম রোগ এর ডাক্তার দেখান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ