আপনার জীবনের লক্ষ্য কি? হঠাৎ অসময়ে অনার্স বাদ দিয়ে পলিটেকনিকে পড়তে চাওয়ার কারণ কি? এখন সরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবেন না। অাপনাকে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে হবে। অসময়ে লাখ টাকা খরচ করে বেসরকারি পলিটেকনিকে না পড়াই ভালো হবে। পলিটেকনিকে ভর্তি হওয়ার সবচেয়ে উপযু্ক্ত সময় হচ্ছে এসএসসি পাস করার পর। আমার মতে এখন পলিটেকনিকে ভর্তি না হয়ে অনার্সের পড়ালেখা চালিয়ে যান। এখন অনার্স শেষ করতে অাপনার আরও দুই/অাড়াই বছর সময় লাগবে। কিন্তু পলিটেকনিক শেষ করতে চার বছর লাগবে। অনার্স শেষ করে সব সরকারি চাকুরিতে অাবেদন করতে পারবেন কিন্তু পলিটেকনিক পড়ে সব সরকারি চাকুরিতে অাবেদন করতে পারবেন না। তাছাড়া পলিটেকনিকের সার্টিফিকেটের চেয়ে অনার্সের সার্টিফিকেটের মান বেশি। বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারের অভাব নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চেয়ে বিএসসি ইঞ্জিনিয়ার বেশি অগ্রাধিকার পায়। কিন্তু ডিপ্লোমা ও বিএসসি শেষ করতে অাপনার প্রায় ৮ বছর লেগে যাবে এবং অাপনার চাকুরিতে অাবেদন করার বয়স প্রায় শেষ হয়ে অাসবে। তাই সবদিক বিবেচনা করে অসময়ে পলিটেকনিকে ভর্তি না হয়ে ভালোভাবে অনার্সের পড়ালেখা চালিয়ে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ