শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

এটি যে নিশ্চিতভাবে লম্বা করা যাবে তা আমি বলছিনা। তবে অনেকক্ষেত্রে থেরাপি দেয়ার মাধ্যমে কিঞ্চিত লম্বা করা যায় এসব রগ।বস্তুত রগ বা টেনডন হচ্ছে আমাদের শরীরের মাংসপেশির উৎপত্তিস্থল ও পরিসমাপ্তিস্থলের অংশবিশেষ, যার সাহায্যে মাংসপেশি শরীরের বিভিন্ন হাড় জোড়া বা জয়েন্ট তৈরি করে।আপনার সমস্যার ক্ষেত্রে বিভিন্ন থেরাপীর মাধ্যমে মাংসপেশির সঙ্কোচন ও প্রসারণ ঘটানোর মাধ্যমে ওই মাংসপেশির উভয় প্রান্তের রগের দ্বারা হাড় জোড়া বা জয়েন্টের নড়াচড়া করানো হয়,ফলে বেটে রগ বৃদ্ধি পেতে পারে। তবে জন্মগত সমস্যা থাকলে তা ঠিক না ও হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ