শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

মুক্তিযোদ্ধা কোটায় আপনি কলেজ/স্কুল পর্যন্ত টিকতে পারেন। কিন্তু বর্তমানে ভাল ভাল সেক্টরে চাকরীলাভের জন্য আপনাকে প্রিলিমিনারী এবং রিটেন পাস করতে হবে। ব্যাংক এবং বিসিএস এর ক্ষেত্রে মূলত এই কোটা ভাইভা তে প্রদান করা হয়।আর প্রাইভেট সেক্টরে কোটা দিয়ে কিছুই হয়না।।আমি মনে করি, যে  ব্যক্তি প্রিলি ও রিটেন পাস করবে সে অবশ্যই কোটা ছাড়াই ভাইভা পাসের ক্ষমতা /যোগ্যতা রাখে।বর্তমানে এই কোটা সরকারি চাকুরীতে ৩০% দেয়া হয়।বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ আসনে কোটায় নিয়োগ হয়। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনির জন্য। কিন্তু এই কোটা কখনোই আপনাকে প্রিলি আর রিটেন পাস করিয়ে দিবে না। আর প্রাইভেট ব্যাক/ফার্ম এসবে মুক্তিযোদ্ধা কোটা কার্যকর নয় এখনো। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ