আর যদিও উত্তর দেওয়া হয়, তাহলে সেটা ১-২ টা এর বেশি না। কিন্তু কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভালোভাবে প্রশ্ন করলে তার উত্তরও ভালোভাবে পাওয়া যায়। তাছাড়া আপনি বিস্ময়ের নীতিমালা অনুযায়ী প্রশ্ন করুন, তাহলে প্রশ্ন কখনো উত্তরবিহীন থাকবে না ইংশাআল্লাহ৷ প্রশ্ন করার সময় নিম্নোক্ত নীতিমালা গুলো অনুসরণ করুনঃ ১. প্রশ্নগুলো স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। স্পষ্ট উত্তর পেতে তাই স্পষ্ট করেই প্রশ্ন করুন। প্রশ্ন, উত্তর ও মন্তব্যে অযথা বা অসংলগ্ন কথাবার্তা কিংবা বানান ভুলের ব্যাপারে সচেষ্ট হোন। (নীতিমালা ৮) ২. শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এতে করে পরবর্তীতে আপনার মত একই প্রশ্নের উত্তর খুঁজতে আসা অন্য সদস্যদেরও উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। (নীতিমালা ৯)  ৩. কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখতে হবে যে ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই থেকে থাকে তবে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। একই প্রশ্ন একাধিকবার জিজ্ঞাসা করা গ্রহনযোগ্য নয়। সেক্ষেত্রে একই রকম একাধিক প্রশ্ন দেখা গেলে সকল ডুপ্লিকেট প্রশ্ন মুছে দেয়া হবে। (নীতিমালা ১০)  এছাড়া এর সাথে সাথে এটাও মনে রাখবেনঃ প্রশ্ন যদি ভুল, বিকৃত, অসম্পূর্ণ, সামঞ্জস্যহীন, খুবই নিম্নমান - ইত্যাদি রকমের হয়, তাহলে সেটিতে উত্তর পাওয়ার সম্ভাবনা কমে যায়। এমনকি! এর কারণে আপনার প্রশ্ন অনুমোদনের জায়গায় প্রত্যাখ্যান করা হতে পারে। (সংরক্ষিত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ