●উন্মুক্ত (Open) : অনাবৃত, বাঁধা নয় এমন মুক্ত, উদঘাটিত, অকপট, উদার, উন্মুখ, তৎপর, খোলা, বাধা বা বন্ধন নেই এমন। ●বিশ্ববিদ্যালয় (University) : বিবিধ বিষয়ে উচ্চতর শিক্ষা, গবেষণা ও ডিগ্রি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। ●উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (Open University) : বিবিধ বিষয়ে উচ্চতর শিক্ষা, গবেষণা ও ডিগ্রি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত যেই শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য উন্মুক্ত বা খোলা, তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি বলে। ●উদ্দেশ্য (Purpose) : বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌছে দেওয়া। ●বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে। ◆বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : বাউবি ◆ধরণ : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ◆স্থাপিত : অক্টোবর ২১, ১৯৯২ ◆আচার্য : রাষ্ট্রপতি আব্দুল হামিদ ◆উপাচার্য : প্রফেসর এম এ মান্নান ◆শিক্ষার্থী : ৬৫০,০০০ (২০১২) ◆অবস্থান : বোর্ড বাজার, ঢাকা বিভাগ, বাংলাদেশ ২৩°৫৭′০৫″ উত্তর ৯০°২২′৪৭″ পূর্ব / ২৩.৯৫১৪৩০° উত্তর ৯০.৩৭৯৭৪৮° পূর্ব ◆প্রোগ্রাম : ৪০ ◆অধিভুক্তি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ◆ওয়েবসাইট : bou.edu.bd সূত্রঃ উইকিপিডিয়া। ●ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ