Call

কুমিল্লার মধ্যে সব সরকারী-বেসরকারী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।কুমিল্লা মেডিকেল কলেজ সম্ভবত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।কুমিল্লার মূল পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।এছাড়া কুমিল্লাতে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কী না তা জানা নেই।           

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স কলেজের তালিকা:


  1. কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
  2. কুমিল্লা সরকারি কলেজ
  3. কুমিল্লা সরকারি মহিলা কলেজ
  4. নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ
  5. দেবিদ্বার এস.এ সরকারি কলেজ
  6. দেবিদ্বার অালহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ
  7. জুরানপুর অাদর্শ কলেজ
  8. রোদোয়ান অাহমেদ কলেজ
  9. নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ
  10. লালামাই কলেজ
  11. চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ
  12. কুরেরপাড় অাদর্শ কলেজ
  13. মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
  14. অজিতগুহ কলেজ
  15. সোনার বাংলা কলেজ
  16. অালহাজ্ব নুর মিয়া কলেজ
  17. অাগানগর কলেজ

কুমিল্লা জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজে অনার্স অথবা ডিগ্রী+অনার্স চালু অাছে শুধুমাত্র সেসব কলেজের নাম উপরের তালিকায় প্রদান করা হল। কুমিল্লা জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজের নাম উপরের তালিকায় নেই সেসব কলেজে শুধু ডিগ্রী অাছে কিন্তু অনার্স নেই।

আর হ্যাঁ, কুমিল্লা জেলায় মাত্র একটি সরকারি বিশ্ববিদ্যালয় অাছে। সেটি হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ