Niloy_Das

Call

যদি কোর্সের ধরন, কোর্সের বিষয়, কোর্সের মেয়াদ একই হয় এবং ক্ষেত্রবিশেষে ক্রেডিট সংখ্যা সমান বা কাছাকাছি হয়  তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সনদে কোনই পার্থক্য নেই। ইউজিসির নিয়ন্ত্রণাধীন সকল বিশ্ববিদ্যালয়েই বর্তমানে ক্রেডিট সিস্টেম বিদ্যমান। মূল্যায়নের তারতম্যের কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কম সিজিপিএ ধারী হয় কিন্তু সনদের মানের তারতম্য থাকেনা। তবে কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের অভাব রয়েছে তাই তাদের সনদেরও কোন মূল্য নেই। তবে উপযুক্ত শিক্ষার পরিবেশ, ছাত্রবান্ধব শিক্ষক, মানসম্মত ল্যাব ও নিজের সঠিক মূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই গ্রহণযোগ্য। এছাড়াও, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ইংরেজিতে তাই তাদের ইংরেজিতে জ্ঞানও বেশি থাকে এবং ল্যাব, প্রেজেন্টেশন ও এসাইনমেন্টে তারা দক্ষ থাকে তাই তারা এদিক থেকে সুবিধা পায় আর প্রাইভেট কোম্পানিগুলোও তাদের পছন্দ করে বেশি। অপরপক্ষে, পুথিগত ও মুখস্তনির্ভর বিদ্যা বেশি থাকে বলে সরকারি নিয়োগ,সরকারি বেসরকারি শিক্ষক নিয়োগ ইত্যাদিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পায়। সবশেষে কথা এটাই, সনদ সবারই এক এবং ক্যারিয়ারে এটি গৌণ, আপনার গনসংযোগ, দক্ষতা ও পরিশ্রমই মূখ্য ভূমিকা পালন করবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ