Call

>> তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভুতি জাগায়।[তাপ]


>> তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারন করে সেই বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে।


ব্যাখাটি হলো- ধরি, X ও Y দুইটি বস্তু এদের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস।  এদের তাপ হলো x এর সমান। যদি উপরে দেখি তবে বুঝব  তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভুতি জাগায়। এই অনুভূতি দুইটি বস্তুর  তাপমাত্রার সমান(১০০ ডিগ্রি সেলসিয়াস)  নাও হতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ