বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী পাত্রীর সর্বনিম্ন ১৮ বছর ও পাত্রের ২১ বছর  হতে হবে। বিবাহের ক্ষেত্রে ছেলে ছোট -  মেয়ে বড় এমন হলেও বিয়ে হয়। এতে কোনো আইনী ঝামেলা ও নাই। শরীয়তেও বিধিনিষেধ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিয়ে হয়ে যাবে তবে যৌনজীবনে ছেলে একসময়ে গিয়ে অসুখী হয়ে পড়বে।

ছেলেদের যৌন চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত থাকে। মেয়েদের ত্রিশের পরেই কমতে শুরু করে। এসময় মেয়েরা যৌনতা না করেই অনায়াসে দিন কাটিয়ে দিতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

বিয়ের ক্ষেত্রে জরুরি শুধু  হলো দু'জনই প্রাপ্তবয়স্ক হওয়া!প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে বড় হওক বা মেয়ে বড় কোন সমস্যা নেই। না আইনগত না শরয়ী। আর যদি ভালোবেসে থাকেন তাহলে তো এসব প্রশ্ন একদমই আসে না!তবে যোগ্য পাত্র বা পাত্রী বাচায় করবেন! এ ক্ষেত্রে শরয়ী কোন বাঁধা নেই এর দলীল হলো,হুজুর পাক সাঃ যখন খাদিজা রাঃ কে বিয়ে করেন তখন হুজুর সাঃ এর বয়স খাদিজার চেয়ে কম!            

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ