শেয়ার করুন বন্ধুর সাথে

●নিরস্ত্রঃ অস্ত্রশূন‍্য। যেমনঃ নিরস্ত্র বাহিনী। ●সশস্ত্রঃ অস্ত্রধারী, অস্ত্রসজ্জিত, অস্ত্রসহ। যেমনঃ সশস্ত্র বাহিনী। ●আন্দোলনঃ আলোড়ন, কম্পন, সংঘবদ্ধ বিক্ষোভ, প্রতিবাদজ্ঞাপন। কোনো দাবি আদায়ের উদ্দেশ্যে অস্ত্রের সহিত বা অস্ত্র ছাড়া সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন করাকে আন্দোলন বলে। ●নিরস্ত্র আন্দোলনঃ যে আন্দোলনে অংশগ্রহণকারীরা কোনো অস্ত্র ব‍্যবহার না করেই দাবি আদায়ের উদ্দেশ্যে সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন করে, তাকে নিরস্ত্র আন্দোলন বলে। যেমনঃ রাষ্ট্রভাষা আন্দোলন, অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের অঙ্গরূপে বিদেশি পণ্য বর্জন করে নিজ দেশে উৎপাদিত পণ্য ব্যবহারের আন্দোলন, উৎপাদিত ফসলের দুই-তৃতীয়াংশের দাবি নিয়ে বিংশ শতাব্দীর চারের দশকে অবিভক্ত বঙ্গে সংগঠিত ভাগচাষিদের আন্দোলন। ●সশস্ত্র আন্দোলনঃ যে আন্দোলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন অস্ত্র ব‍্যবহার করে দাবি আদায়ের উদ্দেশ্যে সংঘবদ্ধ সংগ্রাম করে, তাকে সশস্ত্র আন্দোলন বলে। যেমনঃ সিপাহি বিদ্রোহ, মহান মুক্তিযুদ্ধ। নিরস্ত্র আন্দোলনে দাবি আদায় সম্ভব না হলে সেই আন্দোলন সশস্ত্র আন্দোলনে রূপ নেয়। ●অসহযোগ আন্দোলনঃ যে আন্দোলনে সরকারের প্রতি জনগণের অসহযোগিতামূলক আচরণ প্রকাশ পায়, তাকে অসহযোগ আন্দোলন বলে। যেমনঃ ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরকারের প্রতি জনগণের অসহযোগিতামূলক আচরণ বা অসহযোগ আন্দোলন। অসহযোগ শব্দের অর্থ সহযোগিতার অভাব, অসহযোগিতামূলক। ●গণবিক্ষোভঃ প্রতিবাদজ্ঞাপন বা দাবি আদায়ের উদ্দেশ্যে যে আন্দোলনে জনসাধারণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে তাকে গণবিক্ষোভ বলে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ