Structure অনুযায়ী কিভাবে sentence টি passive করবেন।
Share with your friends

object কে subject + be verb+v3+by+subject কে object করতে হবে। I have a pen. →A pen is had by me(pass)

Talk Doctor Online in Bissoy App
magnesium

Call

Sentence এ যদি কোন মূল ভার্ব বা main verb না থাকে তাহলে কোন passive হবেনা।

Talk Doctor Online in Bissoy App

সাধারনত Passive করা হয় যখন "কোনকিছু, কারো বা কোনকিছুর দ্বারা সম্পাদন করা হয়" অর্থাৎ Passive করতে হলে অবশ্যই প্রথমত বাক্যে একটি ক্রিয়া থাকতে হবে। দ্বিতীয়ত সেটা ট্রানজিটিভ এবং সেটা দিয়ে কিছু করা বোঝাতে হবে। সাধারন এক্ষেত্রেই Passive Voice করা হয়। উল্লেখিত বাক্যে "I have a pen" এখানে কোন কোন কার্য সম্পাদন করা বোঝাচ্ছে না বরং এখানে মনের একটি ভাব প্রকাশ করেছে মাত্র। এখানে "have" ট্রানজিটিভ কিন্তু এটা দিয়ে কোন কিছু করা না বুঝিয়ে এটা দিয়ে অধিকারভুক্ততা বোঝানো হয়েছে। তাই প্রকৃতপক্ষে এটার Passive Voice হয়না। যদি হতো "I write a letter" এক্ষেত্রে "write" দিয়ে চিঠি লেখার কার্যকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে হতো "A letter is written by me"

কিন্তু প্রশ্নে উল্লেখিত বাক্যে কোন কার্য সম্পাদন বা সক্রিয় কোন কাজ করা বোঝায় না। তবে এখানে একটা ট্রানজিটিভ ভার্ব থাকার দরুন Grammatically Passive করা যায় স্ট্রাকচার অনুসারে। তাহলে সেটি আসে-
A pen is had by me.
অর্থাৎ এখানে have টা প্রিন্সিপাল ভার্ব।
Talk Doctor Online in Bissoy App