হাফেজি কুরআনের কত পারার কত পৃস্টাই আছে সেটাও বললে ভাল হবে,,,,,,,
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হানাফি মাজহাব মতে পবিত্র কোরআনে কারিমের সিজদার আয়াতসমূহ হলো- ১. সূরা আরাফ, আয়াত ২০৬।‍ ২. সূরা আর রাদ, আয়াত ১৫। ৩. সূরা আন নাহল, আয়াত ৪৯। ৪. সূরা বনি ইসরাইল, আয়াত ১০৯। ৫. সূরা মারইয়াম, আয়াত ৫৮। ৬. সূরা হজ, আয়াত ১৮। ৭. সূরা আর ফোরকান, আয়াত ৬০। ৮. সূরা আন নামল, আয়াত ২৬। ৯. সূরা আস সিজদাহ, আয়াত ১৫। ১০. সূরা সাদ, আয়াত ২৫। ১১. সূরা হা-মীম সিজদা, আয়াত ৩৮। ১২. সূরা আন নাজম, আয়াত ৬২। ১৩. সূরা আল ইনশিকাক, আয়াত ২১। ১৪. সূরা আল আলাক, আয়াত ১৯। (সূত্র: banglanews24.com)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 কুরআনে মােট ১৪ টি সেজদার আয়াত আছে ।


তেলাওয়াতে সিজদার ১৪ টি আয়াত ( সুরানং ও আয়াত ও পারা নাম্বার সহ ) দেয়া হলােঃ

 সূরা আরাফ ২০৬ { পারা ৯ } 

সূরা রাদ ১৫ { পারা ১৩ } 

সূরা নাহল ৫০ { পারা ১৪ }

সূরা বণী ইসরাঈল ১০৯ { পারা ১৫ } 

সূরা মারইয়াম ৫৮ { পারা ১৬ } 

সূরা হজ্জ ১৮ ( ইমাম শাফেয়ীর মতে ৭৭ ) { পারা ১৭ } 

সূরা ফুরকান ৬০ { পারা ১৯ } 

সূরা নামল ২৬ { পারা ১৯ }

 সূরা সাজদাহ ১৫ { পারা ২১ } 

সূরা সােয়াদ ২৪ { পারা ২৩ } 

সূরা হা মীম সেজদাহ ৩৮ { পারা ২৪ } 

সূরা নাজম ৬২ { পারা ২৭ } 

সূরা ইনশিকাক ২১ { পারা ৩০ } 

সূরা আলাক্ব ১৯ { পারা ৩০ }


   আর হাফেজি কুরআনে    রয়েছে।

(১) ৯ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা আরাফে রয়েছে।

(২) ১৩ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা রাদে রয়েছে।

(৩) ১৪ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা নাহলে রয়েছে।

(৪) ১৫ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা বনী ইসরাইলে রয়েছে।

(৫) ১৬ নং পারার ৮ নং পৃষ্ঠায় সূরা মারয়ামে রয়েছে।

(৬) ১৭ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা হজ্বে রয়েছে।

(৭) ১৯ নং পারার ৪ নং পৃষ্ঠায় সূরা ফোরকানে রয়েছে।

(৮) ১৯ নং পারার ১৭ নং পৃষ্ঠায় সূরা নামালে রয়েছে।

(৯) ২১ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা সেজদায় রয়েছে।

(১০) ২৩ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা ছোয়াদে রয়েছে।

(১১) ২৪ নং পারার ১৯ পৃষ্ঠায় সূরা হামীম সেজদায় রয়েছে।

(১২) ২৭ নং পারার ৭ নং পৃষ্ঠায় সূরা নাজমে রয়েছে।

(১৩) ৩০ নং পারার ৯ নং পৃষ্ঠায় সূরা ইনশিকাকে রয়েছে।

(১৪) ৩০ নং পারার ১৯ নং পৃষ্ঠায় সূরা আলাক্বে রয়েছে।



 আর এই পিকচার টিতেও দেওয়া আছে।


image  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ