অটোমাইগ্রেশন অন রাখলে কি সিফট পরিবর্তন করা যায়???
শেয়ার করুন বন্ধুর সাথে

জ্বী না পরিবর্তিত হওয়ার কথা না..তবে অটোমাইগ্রশান বন্ধ হয় না 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

★যখন আবেদনকৃত কলেজসমূহের একটির নাম প্রকাশিত হওয়ার পর নিশ্চায়ন করা হয় তখনই অটোমাইগ্রেশন চালু হয়ে যায়।


★তবে আবেদনকৃত কলেজ লিষ্ট এর প্রথম পছন্দের কলেজ প্রকাশিত হওয়ার পর তাতে নিশ্চায়ন করলে মাইগ্রেশন হবে না।কেননা, মাইগ্রেশন শুধু উপরেরগুলোই হয়।

★অটো মাইগ্রেশন অফ করার কোন সুযোগ নেই যদি না প্রথম পছন্দের কলেজ না আসে।

★প্রথম পছন্দের কলেজ আসলে সেক্ষেত্রে অটো মাইগ্রেশন হবে না।

★তবে উপরের কলেজগুলোও যে আসবে তা নিশ্চিত বলা যায় না।

★এটি সিট সংখ্যার উপর নির্ভরশীল। 


★প্রথমবার নিশ্চায়নের পর দ্বিতীয় বা তৃতীয় বার আবেদন করার দরজা বন্ধ !

★সিফট পরিবর্তন বলতে যদি বোঝান দ্বিতীয় অথবা তৃতীয় বার আবেদন করা,তাহলে সেটা সম্ভব নয়।

★আর যদি বোঝান অটো মাইগ্রেশন এ নতুন কলেজ আসার পর আগের প্রকাশিত কলেজ এ ভর্তি হওয়া তাহলে সেটাও সম্ভব নয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ