আমাদের দেশের শিক্ষার্থীরা প্রায় ssc/hsc দিয়েই বিদেশে উচ্চো শিক্ষার জন্য যেতে অনেক আগ্রহী হয়ে ওঠে..!! পূর্বের সময় অনার্স শেষ করে যেতো।  বর্তমানে এমন টি হওয়ায়... শিক্ষার্থীরা বিদেশে গিয়ে কিছু সমস্যা ফেস্ করে। যেখানে বিদেশে শিক্ষার ক্ষেত্রে তারা তাদের রেজাল্ট প্রকাশ করে GPA 4. ভিত্তিক। যেটা আমাদের দেশের অনার্স পর্যায়ে হয়ে থাকে...!! আর তাই কিছু সমস্যা বা হতাশা যেন না হয়.. তা ভেবে GPA 4. চালু করা হয়েছে...!! আর এতে রেজাল্টের মান ও বাড়বে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জিপিএ ৪.০ গ্রেডিং সিস্টেমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন জিপিএ ৫.০০ গ্রেডিং সিস্টেমের তুলনায় আরো নিখুঁত হবে।   একজন শিক্ষার্থী কোন বিষয়ে ৭০ পেল এবং আর একজন শিক্ষার্থী ৭৯ পেল। তাহলে জিপিএ ৫.০০ গ্রেডিং সিস্টেমে তাদের মধ্যে পার্থক্য করা সম্ভব না, তারা উভয়ে A গ্রেড পেয়েছে।  কিন্তু জিপিএ ৪.০০ গ্রেডিং সিস্টেমে তাদের গ্রেড আলাদা হবে। মূল কথা হল, জিপিএ ৫.০০ গ্রেডিং সিস্টেমে একটি গ্রেডের ব্যাপ্তি ১০ মার্ক। অর্থাৎ সর্বোচ্চ ৯ মার্ক পার্থক্যের পরেও দুজন শিক্ষার্থী একই গ্রেড পেতে পারে। অন্যদিকে জিপিএ ৪.০০ গ্রেডিং সিস্টেমে একটি গ্রেডের ব্যাপ্তি ৫ নম্বরে নামিয়ে আনা হয়েছে। যার ফলে সর্বোচ্চ ৪ মার্কের পার্থক্যের জন্য দুজন শিক্ষার্থীর গ্রেড একই হতে পারে। দুজন শিক্ষার্থীর মার্কের পার্থক্য ৪ এর বেশী হলেই জিপিএ ৪.০০ গ্রেডিং সিস্টেমে তাদের গ্রেড আলাদা হয়ে যাবে। এখন আশা করি আপনি জিপিএ ৫.০০ এবং জিপিএ ৪.০০ গ্রেডিং সিস্টেমের মাঝে পার্থক্য বা সুবিধা-অসুবিধার বিষয়টি সহজেই অনুধাবণ করতে পারবেন। আর কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। চেস্টা করবো সঠিক তথ্য জানাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ