আর এই খেলার নিয়ম কী কী? বিস্তারিত বললে সুবিধা হত। আমি এ খেলা অনেকদিন ধরে দেখছি, কিন্তু ভালোমত বুঝি না। দয়া করে বিস্তারিত উত্তর দিবেন।
Share with your friends

WWE প্রকৃতপক্ষে কোন খেলা নয়। আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনেও এর কোন স্বীকৃতি নেই। এটি এক ধরনের অভিনয় বলা চলে। এতে নাটকের মত স্ক্রিপ্ট দেওয়া হয় আর সে অনুযায়ী খেলোয়াড়রা অভিনয় করে(আমার এমবি নেই বলে ইউটিউব লিংক দিতে পারলাম না- তবে ইউটিউবে এ বিষয়ে সার্চ দিলে অনেক তথ্য জানতে পারবেন) আর এই খেলার নিয়ম হলোঃ  দুজন/চারজন /তারও বেশি লোক একত্রে কুস্তি লড়বে। যে সবশেষ পর্যন্ত টিকে থেকে অপরকে নির্দিষ্ট কায়দায় নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রাখতে পারে সেই বিজয়ী। তবে এই খেলায় অনেক দুর্নীতি,ভাঙচুর,আর রেফারিকে ইচ্ছেমত মারধর করলেও কারো শাস্তি হয় না(কারণ এটা নাটক)।  এ খেলা সনি টেন (সব চ্যানেল), টেন স্পোর্টস সহ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় দেখানো হয়।

Talk Doctor Online in Bissoy App