বিসিএস দেওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যাতা কি? 

 অামি এবার অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের ছাত্র। 

এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে বিসিএস এ টেকার সম্ভাবনা অাছে  দয়াকরে পরামর্শ দিন ।

এখন থেকে কোন গাইড গুলা ফলো করব কয়েকটা ভালো বইয়ের নাম বলুন, যাতে অন্য চাকুরীর জন্যও কাজে লাগে।

অার কখন থেকে কোচিং  করতে হবে?

কোথায় করলে ভালো হবে ঢাকা বা গাজীপুর জেলার মধ্যে বলুন৷ 

উল্লেখ্য, অামার ১. এসএসসি রেজাল্টঃ  ৪.১৯বিজ্ঞান" 

২. এইচ এসসি ৪.১৩ বানিজ্যিক "

৩.অনার্স ১ম বর্ষ+২য় বর্ষঃ সেকেন্ড ক্লাস এর উপরে"


শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতাঃ ১।যে কোন বিষয়ে চারবছর মেয়াদি স্মাতক ডিগ্রীধারি হতে হবে,আর তিন বছর মেয়াদি স্মাতকের ক্ষেত্রে স্মাতকোত্তর পাশ হতে হবে। ২।শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহনযোগ্য নয়।শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ গ্রহণীয় হবে। ৩।বয়স ৩০এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে। ৪.এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় বিভাগ = জিপিএ ২.০ এর কম। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ -এর ক্ষেত্রে, ৪.০০ পয়েন্ট স্কেলে তৃতীয় বিভাগ = ২.২৫ এর কম ৫.০০ পয়েন্ট স্কেলে তৃতীয় বিভাগ = ২.৮১৩ এর কম। সকল বিষয়ের জন্যই এই বই গুলি পড়তে পারেন: সকল বিষয়ের জন্যঃ ১) ১০ম থেকে ৩৪তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা( সল্যুউশন ব্যাখ্যা সহ) ২) বিসিএস ডাইজেস্ট ... বিসিএস বিষয়গুলো সংক্ষেপে খুব ভালো সংকলন এমন বই ৩) কারেন্ট এফেয়ার্স [মাসিক এবং বার্ষিক কপি ও বিসিএস স্পেশাল গুলো] ৪) সংখ্যাতত্ত্ব ৫) বাংলাদেশের সংবিধান ৬)বিসিএস ম্যাপ( বাংলাদেশ ও আন্ত:জাতিক) ৭) সব বিষয়ের লিখিত এর দুই সেট বই ৮) বাংলা পিডিয়া ’র পুরো খন্ডটা থাকাই ভালো ৯)নন ক্যাডার এর দুটো সিরিজের বই ১০) অর্থনৈতিক সমীক্ষা ১১) ১০ম থেকে ৩৪তম বিসিএস লিখিত প্রশ্ন সংকলিত বই বাংলাঃ ১) সৌমিত্র শেখরের বাংলা বিষয়ক বইটা/ সাহিত্য জিজ্ঞাসা। ২) হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি [বাংলা ভাষার ইতিহাসের জন্য] ৩) মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য [লেখক,কবি ও প্রবন্ধকদের জীবনী, উল্লেখযোগ্য বই] ৪) মাধ্যমিক বাংলা ব্যাকরণ ৫) বাংলা কোষ ( জুয়েল কিবরিয়া) ৬)বাংলা অভিধান/সংসদ > বাংলা টু বাংলা , বাংলা টু ইংলিশ। ইংরেজীঃ ১) ENGLISH FOR COMPETITIVE EXAM ২) অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই ৩) যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( জাকির হোসেনের বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো) ৪)প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই 5)COMMON MISTAKE >> FITICATES ৬)SAIFUR'S VOCABULARY/ WORD TREASURE 7) SAIFUR'S ANALOGY 8)SYNONYM ANTONYM বিষয়ক যে কোন বই গণিতঃ ১) প্রফেসর’ স এর গনিত স্পেশাল/ওরাকল বিসিএস ম্যাথ প্রিলি [বইটা খুবই ভালো ... ডিটেইল সূত্র দিয়ে ক্যালকুলেশন] ২)মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই ৩) মাধ্যমিক বীজগণিত ৪) মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩] ৫) নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত] বিজ্ঞানঃ ১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই] ২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী] ৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর] ৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী] ৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী] ৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী] বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ ১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী] ২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী] ৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী] ৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী ৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই ( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই) ৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই পড়ার কোনও শেষ নাই ... জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে। পুনশ্চ: বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অনেক বেশী জানতে হবে! এজন্য অনেক বেশি তথ্য মাথায় রাখতে হবে যা অসম্ভব !! এই ক্ষেত্রে আমার সুত্র ১.কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন) ২.সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন লিখিত ও প্রিলির বিগত প্রশ্ন থেকেই। ৩. যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন। ৪.গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন। ৫.যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান ৬.ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান ৭.প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান ও ইংরেজীতে কিছু না কিছু লিখুন,আর আয়নার সামনে দাঁড়িয়ে ভালো ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন এতে মুখের জড়তা কেটে যাবে। ৮. প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন ( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা) ৯.অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না,তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন। কোচিং এর ক্ষেত্রে আপনি ওরাকল/ কনফিডেন্স এ ভর্তি হতে পারেন।।তবে আমি ওরাকলে কোচিং করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ