Share with your friends
MdAbuSaeed

Call

Vidmate এর সেটিংস থেকে চেঞ্জ করে নেন। মেমোরি তে android>data>vidmate এর মধ্যে সেভ হয় সাধারণত

Talk Doctor Online in Bissoy App

আপনি সম্ভবত Vidmate এর পুরাতন ভার্সনটি ব্যবহার করছেন। এটার আপডেট ভার্সন ইন্সটল করুন। ডাউনলোড লিঙ্ক ---- https://m.apkpure.com/vidmate-downloader-hd-live-tv/com.nemo.vidmate/ডাউনলোড নতুন ভার্সনে আপনি আপনার ডাউনলোড কৃত ফাইল গুলা ফাইল ম্যানেজারে "Vidmate" এ পাবেন। 

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

আপনি 'Vidmate এর ডাউনলোডকৃত ভিডিও মেমোরিতে নেওয়ার জন্যে নিচের উপায় অবলম্বন করুন —

  • আপনি ফোনের 'File manager' এ যান এবং 'Storage' অপশনে ক্লিক করুন। 
  • 'Storege' অপশনে আপনি 'data' নামক ফাইল এ ক্লিক করুন। 
  • এখন 'com.nemo.vidmate' খোঁজে বের করে ক্লিক করুন। 
  • এখন আপনি  ভিডিও গুলো move করে আপনি Sd card এ যেকোন ফাইল তৈরি করুন বা অন্য ফাইলে ভিডিও মুভ করুন। 
  • আপনি ভিডিও গুলো মেমোরিতে সেভ হয়ে যাবে। 
আপনি নিচের পদ্ধতিতে আপনি যেসব ভিডিও সেভ করবেন সেগুলোও অটোমেটিক সেভ হয়ে যাবে — 
  • প্রথমে আপনি 'Vidmate' অ্যাপে যান এবং 'Me' অপশনে ক্লিক করুন। 
  • তারপর 'Setting' নামক অপশনে ক্লিক করুন। 
  • এখন '(↓) Download' এ ক্লিক করে 'Download path setting' এ ক্লিক করুন এবং SD card এ লোগোতে ক্লিক করুন।  
এই পদ্ধতিতে আপনি যেসব ভিডিও গুলো ডাউনলোড করবেন সেগুলো আপনার মেমোরিতে সেভ হবে।   
Talk Doctor Online in Bissoy App