মোটরের ডাইরেক্ট লাইনের মাধ্যমে  যে পানি উত্তোলন করা হয় তা বিশুদ্ধ তাতে ব্যাকটেরিয়া,ভাইরাস থাকে না যদি যে পাত্র।েে নিবেন সেখানে না থাকে।তবে টিউবওয়েলের পানিতে কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা তা নিকটস্থ ল্যারেটরি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন। যেমন অনেক টিউবওয়েলের পানিতে আর্সেনিক, সীসা ম্যাঙ্গানিজ,আয়রন ইত্যাদি উপাদান থাকতে পারে।যা খালি চোখেে দেখা যায় না। আর যদি এই পানি তবুও বিশুদ্ধ করতে চান তবে তা ফুটিয়ে নিন।৬০° সে. তাপমাত্রায় ৫ থেকে ২৫ মিনিট পানিকে ফোটাতে থাকা জীবনু মরে যায়।তবে তার মৃতদেহ থেকে যা।  তাই আপনি পানি ফিল্টার করে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।              

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ