ফোন/ট্যাবের অপারেটিং সিস্টেম তখনই আপডেট করা যায় যখন উক্ত ডিভাইসের প্রতিষ্ঠান তাদের নিজস্ব সার্ভারে উক্ত ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমের আপডেট দিয়ে থাকেন । আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট হবে কিনা তা যানতে ডাটা বা ওয়াইফাই অন করে সেটিং এ গিয়ে About Tab এ যান । তারপর Wireless Update লেখায় ক্লিক করুন । তারপর Check for Update এখানে চাপ দিন । যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আপডেট করে নিন । তবে এতোকিছু করা লাগে না । ফোনে/ট্যাবের জন্য অপারেটিং সিস্টেমের আপডেট আসলে বার বার নোটিফিকেশন আসেই । তবে আপনার ট্যাবের আপডেট আসেনি । Symphony তাদের নতুন পুরাতন ফোন/ট্যাবের আপডেট দেয়নি এখনো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ