আমার fb password ভুলে গেছি। এখন আমি রিকভার করতে চাইলে অন্য আকাউন্ট এর password চলে আসে।আমি এখন কিভাবে আকাউন্ট ফিরে পাব।
Share with your friends

   ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে তা কিভাবে পুনরূদ্ধার করবেন তার জন্য দু:চিন্তা্র কোন কারণ নেই। আপনি খুব সহজেই নিজে নিজে নির্দেশাবলী অনুসরণ করে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড পুনরূদ্ধার করতে পারবেন। ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ডের জন্য যা যা করণীয় তা দেখুন। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে তা পুনরূদ্ধারের করার জন্য যা যা করণীয় তা দেখুন- ১।। প্রথমে আপনি www.facebook.com ওয়েব সাইটে গিয়ে Email or Phone বক্সে ক্লিক করুন এবং আপনার ইমেইল ঠিকানা বা মোবাইল নাম্বার টাইপ করুন তারপর অপর Password বক্সে কারসার ক্লিক করুন এবং ভুলে যাওয়া পাসওয়ার্ড যা আপনার মনে আছে তাই টাইপ করুন। অবশেষে Log In বাটনে ক্লিক করুন। ২।। আপনি ফেসবুক পাসওয়ার্ড ইনকারেক্ট পেইজ দেখতে পাবেন এবং সেই পেইজের Forgotten password লেখাটির উপর ক্লিক করুন। ৩।। এখন আপনার ফেসবুক ছবি আইকন সহ একটি পেইজ দেখতে পাবেন কারণ আপনার আইডির পাসওয়ার্ড উদ্ধারের জন্য ইমেইল ঠিকানায় আইডির নিশ্চিত করার জন্য ৬ ডিজিটের কোড সহ একটি মেসেজ পাঠানো হবে এ জন্য আপনি Send code via email অপশনে গিয়ে ক্লিক করার পর Continue বাটনে ক্লিক করুন। ৪।। এখন আপনার ইমেইল আইডি ওপেন করুন এবং মেসেজ ইনবক্সে গিয়ে ফেসবুক কর্তৃক মেসেজটি ওপেন করলে ৬টি ডিজিট কোড দেখতে পাবেন এই কোডসমূহ Enter Security Code বক্সে টাইপ করে Continue বাটনে ক্লিক করুন। ৫।। এখন পাসওয়ার্ড উদ্ধারের জন্য আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডের পরিবর্তে সম্পূর্ন নতুন পাসওয়ার্ডের জন্য New password বক্সে ক্লিক করে টাইপ করুন এবং টাইপ শেষে Continueবাটনে ক্লিক করুন। ৬।। এখন Password Changed পেইজটি দেখতে পাবেন এবং ফেসবুক Log out করে নতুন পাসওয়ার্ড দিয়ে ওপেন করার জন্য উপরের অপশনে ক্লিক করুন এছাড়া ফেসবুক ওপেন অবস্থায় থাকার জন্য Stay logged in অপশনে গিয়ে ক্লিক করার পর Continue বাটনে ক্লিক করুন। অবশেষে আপনার ফেসবুক আইডি পুন:উদ্ধার হয়েছে  ও আগের মতো করে এখন আপনার ফেসবুক আইডি ব্যবহার করুন।  

Talk Doctor Online in Bissoy App