শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

মোটেল সাধারণত ১-২ তলা হয়ে থাকে এবং এর ঘরগুলোর দরজা বাইরের দিকে থাকে। এর চারপাশ সাধারণ মানের ব্যালকনি বা বেড়া দিয়ে ঘেরা থাকে এবং মোটেল সাধারণত মহাসড়ক, গ্রাম, শহরের পাশে অবস্থিত হয়ে থাকে যেখানে একজন ভ্রমণকারী রাত কাটাতে পারেন। হোটেল বহুতলবিশিষ্ট হয় ও এর ঘরের দরজাগুলো দালানের ভেতরের দিকে থাকে, এটা প্রধানত পর্যটনকেন্দ্র বা শহরের ভেতরে অবস্থিত হয়। মূল পার্থক্য হল ঘরের দরজার দিকমুখীতা। হোটেলের প্রতিটি ঘরের দরজা হোটেলের অভ্যন্তরীণ পথের সাথে যুক্ত থাকে আর মোটেলের ঘরের দরজাগুলো সরাসরি মোটেলের পার্কিং লটের দিকে হয়ে থাকে।হোটেল সাধারনত কোন পর্যটন আকর্ষনকে কেন্দ্র করে যেকোন জায়গায় গড়ে উঠতে পারে। অন্যদিকে মোটেল হাই ওয়ের পাশে গড়ে ওঠে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ