শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এল ই ডি লাইট বা এনার্জি বাল্ব তার ওয়াট অনুযায়ী আলো দেয় । আর আমরা যদি সেই ওয়াট তৈরি করে দিতে পারি তাহলেই ভালো জলবে কেন না আমরা ওয়াট পাই ভোল্ট আর এম্পিয়ার গুন করে।আর এমপিয়ার ১ থাকুক তাতে কিছু আসে যায় না পর্যপ্ত পরিমানে ভোল্ট পেলেই হবে এনার্জি ভাল্ব জালানোর জন্য। ভোল্ট আর এম্পিয়ার যে কোন একটির ছাড়া কোন বাল্ব টিভি ফ্রিজ মানে যেকোন তরিৎ যন্ত্র চালানো যাবে না কেননা সকল তরিৎ যন্ত্রই ওয়াট অনুযায়ী চলে। বি:দ্র: ১ভোল্ট * ১ এম্পিয়ার =১ ওয়াট।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ