একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৭.২০ মিটার এবং প্রস্থ ৪.৪ মিটার। ঘরটির মেঝেকে বর্গাকার সাইজের  মারবেল পাথর দ্বারা বাঁধাতে হবে যেন কোন পাথর ভাঙ্গা না পড়ে। ক.ঘরের দৈর্ঘ্য ও প্রস্থকে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ কর। খ.মেঝে বাধাঁতে কতটি মারবেল পাথর প্রয়োজন?
শেয়ার করুন বন্ধুর সাথে