এ পদ্ধতির প্রত্যেক টার্ম এর ব্যবহারস্বরূপ বুঝিয়ে দিয়ে একটি ম্যাথ করিয়ে দিন যাতে এ পদ্ধতি সংক্রান্ত কোন ধরনের ম্যাথ কষতে সমস্যা না হয়।প্রশ্নটি বুঝে উত্তর করার চেষ্টা করবেন।    
Share with your friends
BrotoSarkar

Call

এটি সাধারনত সরল অংক করতে ব্যবহার করা হয় ।এর অর্থ B for bracket O for of D for division M for multiplication A for addition S for substriction। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
BODMAS এর
B মানে Brackets- যার অর্থ বন্ধনী।
O তে হয় of যার অর্থ এর।
D তে হয় Division । এর অর্থ ভাগ।
M-এ হয় Multiplication যার অর্থ গুণ।
A তে হয় Addition । এর মানে যোগ করা।
S এ হয় Subtraction । যার অর্থ বিয়োগ।

তাহলে এর পুরো অর্থ হলো বন্ধনী, এর, ভাগ, গুণ, যোগ ও বিয়োগ।
এখানে আরেকটা বিষয় মনে রাখা জরুরি, রেখা বন্ধনী যদি থাকে সেটির কাজ সবার আগেই করতে হবে। তারপর পর্যায়ক্রমে ১ম '()', ২য় '{}', ৩য় '[]' বন্ধনীর ভেতরের কাজ করে যেতে হয়।

প্রশ্ন: [39-{(1x2)+3 এর (4-2)}]

সমাধান :

১ম ধাপ: ১ম বন্ধনীর কাজ করা।
= [39-{3+3 এর 2}]
২য় ধাপ: 'এর' এর কাজ করা।
= [39-{3+6}]
৩য় ধাপ: এখন ব্র্যাকেট নিয়মানুযায়ী প্রথমে ২য় এবং পরে ৩য় বন্ধনীর কাজ করা।
= [39-9]
= 30

উত্তর : 30 ।

বি:দ্র: যে বন্ধনীর কাজ শেষ হবে সেই বন্ধনী চিহ্নটি উঠিয়ে ফেলতে হবে এবং বাকি বন্ধনীগুলো আগের অবস্থানে থাকবে।
Talk Doctor Online in Bissoy App