উইন্ডোজ এক প্রকার গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। কম্পিউটারে বিপুলভাবে ব্যবহৃত হয় এই অপারেটিং সিস্টেম টি যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার বা যান্ত্রিকসরঞ্জাম কে পরিচালনা করা হয়। কম্পিউটারের অনেক রকম যন্ত্রপাতি দিয়ে গঠিত আমরা জানি। এগুলিকেই বলা হয় হার্ডওয়্যার আর কম্পিউটার পরিচালনা করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন সফটওয়্যার। আর কম্পিউটারের সকল সফটওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত হয় এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম টি। প্রতিটি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নিজস্ব মূল এক্সটেনশন ফাইল থাকে। যেমন এ্যান্ডোয়েড মোবাইলে ব্যবহৃত এ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত সকল সফটওয়্যারের মূল এক্সটেনশন ফাইল হচ্ছে ".apk" (ডট এপিকে)। কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটিকে বলা হয় ".exe" ফাইল। অর্থাৎ উইন্ডোজ এক প্রকার গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম এর মাধ্যমে উইন্ডোজ জগতের সকল প্রোগ্রাম বা সফটওয়্যার গুলি পরিচালনা করা হয়। যেমন মোবাইলের এ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে  এ্যান্ড্রোয়েডের সফটওয়্যার গুলি চালানো যায়। আপনি কখনোই উইন্ডোজে এ্যান্ড্রোয়েডের সফটওয়্যার সরাসরি চালাতে পারবেন না। প্রতিটি অপারেটিং সিস্টেমই যেমন উইন্ডোজ, তাদের অপারেটিং সিস্টেম সফটওয়্যার টি আপডেট করে। বিভিন্ন নতুন কিছু কিছু সুবিধা যোগ করে আমাদের ব্যবহারে যুগোপযোগী করে। এভাবেই উইন্ডোজের বিভিন্ন ভার্সন উইন্ডোজ ৯৫ থেকে শুরু করে xp, ৭, ১০ এইসব উইন্ডোজের নতুন ভার্সন গুলি আসে। এ্যান্ড্রোয়েডের ক্ষেত্রে জেলিবিন, কিটক্যাট, মার্শালো, ললিপপ এভাবে বিভভিন্ন ভার্সন আসে। অর্থাৎ উইন্ডোজ কম্পিউটারে ব্যবহৃত এক প্রকার গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আশা করি পরিস্কারভাবে বুঝেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ