শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

কোন সার্চ বক্সের কথা বলছেন জানিনা। স্ক্রিনশট দিলে ভাল হত। সার্চ বক্সে সাধারন তালাচিহ্ন থাকেনা।  তবে ব্রাউজার থেকে কিছু কিছু সাইটে প্রবেশ করলে যেমন ফেসবুকে প্রবেশ করলে omnibox এ এড্রেস এর পুর্বে তালা চিহ্ন দেখা যায়। এটির অর্থ হচ্ছে এই সাইট সিকিউর। এখানে যা লিখে রিকোয়েস্ট পাঠাবেন তা সিকিউর ভাবে সার্ভারে পৌছাবে। অবশ্য এই সিকিউরিটির মধ্যে আবার বিভাগ আছে এবং এই সিকিউরিটি ও এনক্রিপ্টিং সিকিউরিটি দুটি ভিন্ন বিষয়।

আপনি সম্ভবত এই omnibox কে সার্চ বক্স বলেছেন। 

কারন এখানে লিখেও সার্চ করা যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ