এই মাসের ২০ তারিখে আমার মাসিকের তারিখ । এখন আমি যদি ১৭ তারিখ থেকে মাসিক পিছানোর জন্য সাদা পিল খাই তারপর ১৮-১৯ তারিখে যদি মিলনের পর বীর্যরস যদি আমার যোনির ভিতরে যায় তারপর কি নরপিল খেলে কি বাচ্চা হবার কোন সম্ভাবনা আছে? বিষয়টা আমাকে ক্লিয়ার করলে ভালো । নরপিল না খেলে যদি মাসিক অইছিয়ে যায় তখন কি কনসিভ করবো !! আমি আসলে নরপিল নিতে চাচ্ছিনা নাকি আমাকে নিতেই হবে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাসিক পেছানোর জন্য স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রনকারী ট্যাবলেটের সাদা পিল খাওয়াকালিন সময়ে যৌনসম্পর্কের দ্বরুন বীর্য ভিতরে প্রবেশ করলেও আপনার গর্ভবতী হবার সম্ভবনা থাকবেনা। এক্ষেত্রে নতুন করে নরপিল খাবার প্রয়োজন নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ