ফেসবুক গ্রুপে এক মেম্বার এর সাথে তর্ক নিয়ে এ ব্লক দিছি। কিন্তু যাকে ব্লক দিয়েছি সেই ব্যাক্তি ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি দেখতি পাচ্ছি কেন ?
শেয়ার করুন বন্ধুর সাথে

এমনটা হবার কারণ হল, আপনি যাকে ব্লক করেছেন সে ঐ গ্রুপে অ্যাড আছে। আপনি যখন মেসেঞ্জার দ্বারা ঐ গ্রুপে প্রবেশ করেন তখনই মেসেঞ্জার আপনাকে প্রবেশ করতে বাধা প্রদান করবে এবং সামনে একটি পেইজ নিয়ে আসবে যেখানে লেখা থাকে যে আপনি x নামক আইডিকে ব্লক করেছেন যিনি এই গ্রুপে অ্যাড আছে। আপনি যদি ঐ গ্রুপে প্রবেশ করেন তবে আপনি এবং সে চ্যাট, অডিও-ভিডিও কল করতে সক্ষম হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি তার পোস্ট দেখলে তার পোস্টে থাকা report অপশনটি ক্লিক করুন। এবং পরবর্তী পেইজে you don't want to see this persons post এ ক্লিক করুন। তাহলে আর দেখতে পাবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ