Call

http://0.freebasics.com এ গিয়ে দেখুন সেখানে যেই সাইটগুলো এভেইলেবল কেবল মাত্র সেগুলোই ফ্রি ইউজ করতে পারবেন কোনো প্রকার কার্যক্রম ছাড়াই। ফ্রি ব্যাসিকের হোম পেজে দৃশ্যমান সাইট গুলো ছাড়াও অন্য এভেইলেবল সাইট ব্রাউজ করার জন্য ফ্রি ব্যাসিকের হোম পেজের একদম নিচে দেখুন "বিনামুল্য পরিসেবায় আরও যোগ করুন" এরকম একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করে ফ্রি ব্যাসিক এভেইলেবল সাইট গুলো এড করে ব্রাউজ করতে পারবেন।


ফ্রি ব্যাসিকের বাইরে যে সমস্ত সাইট, যেগুলো ফ্রি ব্যাসিকে এড পাওয়া যায় না সেগুলো ফ্রিতেই ইউজ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।


প্রথমে উপরোক্ত লিঙ্কে ক্লিক করে ফ্রি ব্যাসিকের এড সার্ভিসে চলে যাবেন মানে একদম নিচে বিনামুল্যে সাইট যোগ করার অপশনে।

সেখানে ক্লিক করে দেখবেন একটা সার্চ বক্স চলে আসছে। সেই সার্চ বক্স এ "বাঙ্গালি" লিখে সার্চ দিন। এরপর সেই সাইটটি ফ্রি ব্র‍্যাসিকে যোগ করে নিন। 


এবার ফ্রি ব্যাসিকের হোম পেজ থেকে সেই যোগকৃত সাইটে ঢুকুন, সেখানে দেখবেন method1, method 2,3,4,5,6 পর্যন্ত আছে। ৪,৫,৬ মেথড এ ক্লিক করলেই দেখবেন আরেকটা ইউ আর এল এর বক্স। সেখানে আপনার কাঙ্ক্ষিত সাইটের লিঙ্ক দিন।  ব্যাস ইউজ করুন একদম ফ্রি। হোক সেটা সামাজিক সাইট বা অন্য সাইট।




কোথাও না বুঝে থাকলে জানাবানে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি internet.org তে প্রবেশ করুণ। রবি এবং GP সিমের জন্য সম্পূর্ণ উম্মুক্ত। অন্য সিমগুলোতে এই সুবিধাটি নাই।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ