যদি করা যায়, তাহলে কিভাবে করা লাগবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

হ্যাঁ ব্যবহার করা যাবে। কিন্তু যদি আপনার আইডিটি ডিজেবল হয় তাহলে আপনি তা আর ব্যাক করতে পারবেন না। কারণ আপনার বাংলা নামটি আপনার ভোটার কার্ডের সাথে মিল না থাকলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডেন্টিটি কনফার্ম করতে পারবেনা। কাজেই নিজের রিয়েল নাম ব্যবহার করুন।তবুও যদি করতে চান তাহলে এই নিয়মে করুন: ১)  প্রথমে playstore  থেকে VPN এপ্স নামান  । ২)  তারপর এপ্সটা ওপেন করলে অনেকগুলা দেশের নাম দেখতে পাবেন  ।  সেখান থেকে Indonesia দেশটি সিলেক্ট করে কানেক্ট এ ক্লিক করুন  ।  তারপর একটি লেখা আসবে   ।  i trust this  এই টাইপের একটা লেখা আসবে  ।  সেটার নিছে টিক চিহ্ন দিয়ে ok দিন   । ৩)  এরপর মোবাইলের উপরে দেখবেন একটা চাবির মত কি যেন এসেছে  ।  তাহলে বুঝবেন কানেক্ট হয়েছে   । ৪)   এরপর আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন করে সেটিং এ গিয়ে ভাষা Indonesia করে দিন  । ৫)  তারপর আবার সেটিং এ গিয়ে জেনারেল এ গিয়ে এরপর নাম এ গিয়ে প্রথম বক্সে আপনার কাঙ্খিত বাংলা শর্ট নাম দিন  ।  দ্বিতীয় ও তৃতীয় ঘর খালি রাখুন  । ৬)  এরপর আপনার নাম লিখে এবং ফেসবুক পাসওয়ার্ড দিয়ে ওকে দিন  ।   ৭)  এরপর সেটিং এ গিয়ে ভাষা ইংরেজি করে দিন  ।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ