আসলে আমি সারাখন নিজেকে অসহায় ভাবি আর সবসময় যে কোন বিষয় নিয়ে চিন্তা করি।। ভাবি অই কাজ আমার জন্য হবে না এমন কি এক ছোট মানুষ ভাবতে পারে কোন জিনিস এখন করা লাগবে কোন জিনিস করা লাগবে না।। আসলএ আমার  comoon sense এর মত বিষয় ও কঠিন মনে হয় কি করতে হবে আর কি করতে হবে না এটা আমি ভাবতে পারি না কি করলে এটা থাকে মুক্তি পাব।।।এমন কি আমার জারা ভাল  চাই না তারা আমাকে পাগল বলে।।।কারন এক টাই আমি সবার মত ভাবতে পারি না 
Share with your friends
Call

নিজেকে ব্যস্ত রাখুন। সৃজনশীল কাজে মনোযোগ দিন। নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক চিন্তা করুন। আর বন্ধুদের সাথে সময় কাটান। যদি আপনার অতীত কষ্টের হয়ে থাকে তাহলে তা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। অবসরে কোন বই পড়ুন অথবা কোথাও থেকে ঘুরে আসুন। মন খারাপ হয়ে থাকলে এমন জায়গায় যান যেখান থেকে খোলা আকাশটা দুচোখ ভরে দেখতে পারেন। দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।

Talk Doctor Online in Bissoy App