Call

Java অধিকাংশ মোবাইল গুলো এরকম সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলটি রিসেট দিয়ে দিন। সমাধান না হলে করার কিছু নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জাভা মোবাইলের ভার্সন কম বেশি হওয়ার কারণে এই সমস্যা গুলো হয়। দেখা গেলো আপনি একটি গেম ডাউনলোড করলেন এবং সেটির সাপোর্ট ভার্সন আপনার ফোনের জাভা ভার্সন থেকে বেশি হলো। যার ফলে সেটি আপনার ফোনে রান হবে না এবং আপনি উক্ত সমস্যা গুলো দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি ডাউনলোড করার ক্ষেত্রে ভার্সন এবং সাইজ দেখে ডাউনলোড করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

আপনার যদি নোকিয়া মোবাইল হয় তবে কানেক্টিভি সেটিং এ যেয়ে ব্যরিয়ার থেকে অথবা ঐ অপশনের ভেতরে  এক্সেস পয়েন্ট অপশন খুজে বের করুন তারপর এডিট করে apn এ লিখুন wap সেভ করে বের হয়ে সেটিংটি ডিফল্ট করুন। তারপর কিবোর্ড থেকে ০ চেপে ধরুন। যদি ইন্টারনেট পেজ আসে তবে সমাধান। ডাউনলোড দিলে হবে। লোডিং হয়ে থাকবেনা। আর যদি পেজ না আসে তবে হয়ত সেটিং করতে পারেননি। সেক্ষেত্রে যে সিম ব্যবহার করেন সেই কোম্পানির কাছে ফোন করে ওয়াপ সেটিং কনফিগারেশন নিন।  আজকাল অবশ্য *৫০০০# এ রকম কোড ডায়াল করে হ্যান্ডসেট সেটিং থেকে কনফিগারেশন নেয়া যায়। সেক্ষেত্রে ৩টা সেটিং মেসেজ হিসাবে আসে যা সেভ করতে হয়। সেটিং ৩টা হচ্ছে wap, mms, internet. সেভ করার পর আবার কানেক্টিভি সেটিং এ যেয়ে wap সেটিংটি ডিফল্ট করুন। তাহলেই সমাধান। নোকিয়া ছাড়া অন্য মোবাইল হলে আমার কথা কাজ নাও হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ