এম এম কিট খাওয়ার কত দিন পর গর্ভধারণ হয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ঠিক কত দিন পর প্রেগন্যান্ট হতে পারেন সেটা নিশ্চিত ভাবে বলা যাবে না। কেনো না উক্ত পিলের সেবনে মাসিক অনিয়মিত ভাবে হতে থাকে,পিল খাওয়ার পর অধিক যোনি রক্তপাতের ফলে কারো ক্ষেত্রে ২/৩ মাস মাসিক মিস হতে পারে। তবে এর মাঝেও প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে নিশ্চিত হতে প্রথমত আপনার মাসিক নিয়মিত ভাবে হতে হবে।  এবং নিয়মিত ভাবে মাসিক শুরু হওয়ার  ১০তম দিন থেকে সহবাস করবেন একদিন পর পর।  তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

অন্যথায় গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ