mumps রোগটি ছেলেদের হলে তাদের চেহারা ফুলে যায় এবং শেষে অন্ডকোষ ফুলে যায় ব্যথা হয় এতে করে যাদের ২টি অন্ডকোষ ফুলে যায় তারা বাচ্চা জন্মদিতে পারে না বলে যানি। কিন্তু মেয়েদের যে mumps রোগ হয় তাদেরও নাকি অনেকের এর জন্যে বাচ্চা জন্মদানের অক্ষমতা হয়।আমাকে একজন বলেছে তাদেরও নাকি নিচে ফুলে যায়।আমার প্রশ্ন হচ্ছে তাদের নিচে কি ফুলে যায় তাদের তো অন্ডকোষ নাই? কেউ ভুল বুঝবেন না আমি জানার জন্যে প্রশ্নটি করেছি। ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে