ডাক্তার বলেছে  ফুসফুসের পর্দায় পানি জমেছে নিউমোনিয়া থেকে, 
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

 সাধারণত প্লুরায় পানি জমার ফলে এটি হয়।ফুসফুসের রোগের বাইরে হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, কিডনি ফেইলিউর, ম্যালনিউট্রিশন বা অপুষ্টি, পেরিকার্ডাইটিস বা হার্টের আবরণীতে প্রদাহ, লিভার এবসেস এসব রোগেও ফুসফুসের প্লুরায় পানি জমতে পারে। প্রাথমিক পর্যায়ে হলে এটি মেডিসিনের মাধ্যমে নির্মুল করা সম্ভব। কিন্তু জটিল পর্যায়ে হলে এটি মেডিসিন দিয়ে নির্মুল সম্ভব নয়। সাধারণত Pleurodesis সার্জারি  করার মাধ্যমে এই পানি বার করা হয়। আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টেস্ট করুন এবং তার পরামর্শ মেনে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ