আসসালামু আলায়কুম। প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভাল আছেন।  আসলে আমরা সবাই কম বেশী কৃষি বা চাষাবাদ সম্পর্কে অবগত আছি। বাংলাদেশ একটি নদী বিধৌত পলি মাটির দেশ যা অত্যন্ত উর্বর। এদেশের মানুষের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন কৃষি।  আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর সকল মানুষ ও জীব জন্তু এমনকি উদ্ভিদের সকল শ্রেণী আলো ও বায়ু ছাড়া বাঁচতে পারে না। এই দুইটা জিনিস প্রানী ও উদ্ভিদের জন্য অপরিহার্য প্রাকৃতিক নিয়ামক।  উক্ত শক্তিদ্বয় ব্যতিরেকে জীবনের অস্তিত্ব অকল্পনীয়। আপনি লক্ষ্য করে থাকবেন যে একটা গাছ বা লতা মাটিতে রোপন করে তার উপরে যদি একটা বালতি দিয়ে ঢেকে রাখা হয় তবে সেটা ধিরে ধিরে নেতিয়ে পড়বে আর সাদা হয়ে যাবে।  বাতাসের অভাবে এটি লম্বা হয়ে যাবে আর সূর্যের আলো তথা ভিটামিন ডি এর অভাবে দেহে সবুজ রং এর প্রশার হবে না।  অতএব এই মরিচ গাছকে পর্যাপ্ত আলো ও বায়ূতে রাখাটা জরুরী। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ