Call

জঙ্গি বলে আর ডেকো না মোল্লা-মুন্সিদের। মাদরাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সবকদিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদরাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা সবকটাকেই লাত্থি মেরে দেশ থেকে আজ তাড়া। বলতো যারা মাদরাসাতেই অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদরাসা হোক শেষ নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দ্বীন ঈমানের দুর্গ ভেঙ্গে যাক হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এখন ওরা গাঁও গেরামের মাদরাসাতে ঢুকে জঙ্গিবাদের গন্ধ শুঁকে অবুঝ শিশুর মুখে। বলতো ওরাই মাদরাসা সব রাষ্ট্র থেকে দূরে এখন আবার স্বীকৃতিতেও কোল যে ওদের পুড়ে। ওদের কথায় কান দিও না জঙ্গি ওদের টোপ জঙ্গিবাদের ধুম্রজালে ঝোপ বুঝে দেয় কোপ। জঙ্গি ঝড়ে বিশ্বকাপে নেই আমাদের ভয় আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয়। জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঢেলে কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দ্বীনের পথে এলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেলো বলে। দ্বীন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয় জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার মুসলমানের দেশ বাঁচাতে ইসলামই দরকার। পাখির খাঁচায় মাছ বাঁচে না, মাছের পানি চাই ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় ছিল শকুনে গেলে দেশটাকে তাই যমের খাঁচায় আর দিও না ঠেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ